রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ন

সেই পারুলকে ২ লাখ টাকা ফেরত দেওয়া হচ্ছে

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময়ঃ সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৬০ পঠিত

রাজশাহীর তানোর উপজেলার পোস্টমাস্টারের মাধ্যমে প্রতারিত পারুল বেগমকে তার গচ্ছিত ২ লাখ টাকা ফেরত দেওয়া হবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নির্দেশনায় ডাক অধিদফতর এ সিদ্ধান্ত নিয়েছে।

রবিবার (২৩ জুন) ঢাকায় অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাক অধিদফতরের তানোর উপজেলা পোস্ট অফিসে পরিবার সঞ্চয়পত্রে টাকা জমা রেখে তা ফেরদ না পাওয়ায় পারুল বেগমের আত্মহত্যার চেষ্টা বিষয়ে কয়েকটি গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন প্রতিমন্ত্রীর দৃষ্টিতে এসেছে। তিনি ডাক অধিদফতরের মহাপরিচালকের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চান। পরে ডাক অধিদফতর থেকে জানানো হয়, পারুল বেগম তানোর উপজেলা ডাকঘরে ২ লাখ টাকার পরিবার সঞ্চয়পত্র কেনেন। মেয়াদ শেষ হওয়ার পর পুণরায় মুনাফা লাভের আশায় উপজেলা পোস্টমাস্টার মোহাম্মদ মোকসেদ আলীর কাছে ২ লাখ টাকা জমা রাখেন। মাসে মাসে যথারীতি আগের মতই মুনাফা গ্রহণ করতেন। কিন্তু দ্বিতীয়বারে ২ লাখ টাকা জমা রাখার সময় তিনি অফিসিয়ালি কোনও সঞ্চয়পত্র কেনেননি। পারস্পরিক বিশ্বাসে আর্থিক লেনদেন করেছেন। যেহেতু পারস্পরিক বিশ্বাসে টাকা জমা রেখেছেন, সে ক্ষেত্রে এর দায় ডাক বিভাগের ওপর বর্তায় না। তা সত্ত্বেও প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট পোস্ট মাস্টারের কাছ থেকে ব্যক্তিগত লেনদেনের টাকা আদায়ে পারুল বেগমকে সহযোগিতাসহ সংশ্লিষ্ট উপজেলা পোস্ট মাস্টারের বিরুদ্ধে অনৈতিক আর্থিক লেনদেনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশনা দেন।

পলক বলেন, ‘ডাক বিভাগের অল্পসংখ্যক অসৎ কর্মীদের জন্য গোটা ডাক পরিবার ও ডাক পরিবারের সব সদস্যের সম্মান আমরা নষ্ট করতে চাই না। তাই ডাক পরিবারের সম্মান অক্ষুণ্ণ রাখতে। বাংলাদেশের নাগরিকদের কাছে ডাক বিভাগের গ্রহণযোগ্যতা বহাল থাকতে আমাদের এখনই ব্যবস্থা নিতে হবে।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ
All rights reserved - Sukhabor © 2023
Designed by BLACK IZ LIMITED