রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১২:২৪ অপরাহ্ন

ঈদে খোলা থাকবে বিএসএমএমইউয়ে ইনডোর-জরুরি বিভাগ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময়ঃ শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ৪৮ পঠিত

পবিত্র ঈদুল-আজহা উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তিন দিনের ছুটি ঘোষণা হয়েছে। এছাড়াও ঈদের পূর্বে শুক্র ও শনিবার দুইদিন বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি। ফলে সংশ্লিষ্টরা দুইদিন বাড়তিসহ সর্বমোট ৫ দিন ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন। তবে এসময়ে বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ খোলা থাকবে এবং বুধবার (১৯ জুন) থেকে সবকিছু স্বাভাবিক নিয়মে চলবে।

বিএসএমএমইউয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ছুটির নির্দেশনা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (১৬ জুন) থেকে মঙ্গলবার (১৮ জুন) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, অফিস, হাসপাতালের বহির্বিভাগ, বৈকালিক স্পেশালাইজহ কনসালটেশন সার্ভিস, সুপার স্পেশালাইজড হাসপাতালের কনসালটেশন, পিসিআর ল্যাব এবং কোভিড-১৯ ভ্যাক্সিনেশন বন্ধ থাকবে।

তবে বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ প্রচলিত নিয়মে খোলা থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এছাড়া বুধবার (২৬ জুন) অফিস খোলার পর সকাল ৯টা থেকে ৯টা ৩০ পর্যন্ত সব শিক্ষক, ৯টা ৩০ থেকে ১০টা পর্যন্ত চিকিৎসক, কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ে অধয়নরত সব রেসিডেন্ট ও নার্সিং কর্মকর্তা এবং ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সব কর্মচারীকে নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ
All rights reserved - Sukhabor © 2023
Designed by BLACK IZ LIMITED